সময় দরকার
ছিল।
একটু আরো
সময়।
পাচ্ছিনা।
কোনোভাবেই
আর একটু সময় মিলছে না।
কবিতার
লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে রেল লাইনের মতন।
স্বপ্নগুলোতে
মরচে পড়ছে।
ঘরে ঢুকে
পড়া ঝিমুনো মথের মতন সম্ভাবনাগুলোর হাল।
আয়নায়
নিজের দিকে
তাক করে
মুকাভিনয়ে
করে চলেছি
একের পর এক সওয়াল
কার জন্য, কি বিষয়ে কেনই বা?
সময় দরকার
ছিল
আর একটু
সময়।
পাচ্ছি
না।
কোনোভাবেই
পাচ্ছি না।
0 মন্তব্যসমূহ