ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বিরোহিণী - মহুয়া দাস



 শ্রাবণ মেঘ ছায়ে বাদল বায়ে

দখিনা বাতাস বয়, বুক করে দুরু দুরু

তোমার লাগি জাগি হে নাথ স্বপনে দিবা নিশি

নাহি নিদ্রা এ আঁখি পাতে কেবলই জেগে রয়

মোর ব্যাকুল নয়ন তোমার লাগি।

 

ক্লান্ত পাখিরা বিজন ঘরে একলা থাকে

ত্বরা নাই তার, নিশীথ যামিনী প্রিয়া একা শয্যায় দু - বহু বাড়ায়ে ভিক্ষার ঝুলি লয়ে

তৃষিত নয়নে বিরোহিণীর অভিমান

পুঞ্জিত রয় মেঘেদের ঘরে।

 

দিবস রজনী ... আমি এলেম পাশে

আদুরে স্পর্শে চঞ্চল হলো মন,

 

মেঘেরা করে খেলা, নাই তাদের ছুটি

অলসতা নাই মনে, নাই দেহে

নেশা লাগে, পুলকিত হয় খেলার-বেলা

চঞ্চল হৃদয় জুড়ে শুধুই শ্রাবণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ