ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ঘটমান বর্তমান - সৌমিত্র কুণ্ডু



 কাল রাতে যে গল্পটা লেখা হয়েছে 

তার শরীর জুড়ে ট্রাজেডির রং, আর 

চরিত্রদের মেঘলা আকাশের মতো ধূসর হতে দেখেছি

দেখিনি কুয়াশার আড়ালে জীবনের উত্তাপ। 

 

কাল রাতে যে ভাষণটা সম্প্রচার হয়েছে

আলো জ্বেলেছে কোটি জনতার মগজে

আর বৃষ্টি আসার গান শুনেছি ঘরে ঘরে

শুনিনি জলের গভীরে স্রোতের বিলাপ। 

 

তোমাকে পেতে চেয়ে এতগুলো শীত 

এত মড়ক পেরিয়ে আগলে রাখার যন্ত্রণা 

নেশায় আসক্ত দেখেছি ঘটমান বর্তমানকে

বুঝিনি নিজেকেই খুঁজেছি শুধু প্রেমের পশ্চাতে। 

 

নাটকের কুশীলবরা পেন্ডুলামের মতো দুলছে

পুতুলনাচের দড়িটা রাজার হাতে বাঁধা 

প্রতিরোধের আগুন জ্বলতে দেখেছি অনেক

দেখিনি অন্ধকারের অতলে আলোর ফুলঝুরি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ