থেমে গেছে
কোলাহল-
যেন সন্ধ্যা
বিছালে নীল চুল
দিগন্তে
মিলায় পাখির কল্লোল-
মূর্ছিত
বৃদ্ধ বাবা-মা-
শাবক হারানো
বুনহাতি
উপরে তুলছে
যেন বুকের পাথর।
কভিড
লকডাউনের মতো সুনশান পাড়া গাঁ-
আধভাঙা
বাড়ির বাইরে কাকের মৃত্যতে
জোটে যেন
কাক প্রতিবেশী;
রাজার পাইক
গোয়েন্দা
ডাকাবুকো
স্নিফার ডগ
যেন পাঁজরে
জমাট রক্তের ঘ্রাণ শুঁকে
বলে দেবে-
কারা এসেছিলো রাতে-
উবু হয়ে
বেদম ঘুমায় চোখ খুলে
সত্য উগরে
দেওয়া লাল ঠোঁট-
ময়নাতদন্ত-
কবর- ফের ময়নাতদন্ত-ফের কবর দুধ কা দুধ, পানি কা পানি হলো না কিছুতেই-
শুধু মৌন
সকাল ফেরে এবাড়ি-ওবাড়ি-
সূর্যাস্তের
বিষন্নতা পুড়ে যায় প্রাত্যহিক জ্বালায়।
0 মন্তব্যসমূহ