আমার একটা বাড়ি আছে,
চাঁদের
বাড়ি।
সেখানে ঝমঝমিয়ে নামে মেঘের দল,
বর্ষার মধ্যে
সবুজ শাপলার কোলে,
তোমার লেপ্টে
যাওয়া চোখের কাজলে,
রাত্রি জাগা
সংসার নামে।
কুয়াশা ঝরা হৃদয়ের দিগন্তে
নামে রবি ঠাকুরের গান।
সেখানে আগুনরাঙা বিকেলে
ফিকে রাঙা জীবনের তেভাগী গান লেখা হয়।
তারায় ভরা মেহফিলের রাতে সুর ওঠে লালনের একতারায়।
বৃষ্টি ভেজা মাটিতে, ঝড়ের রাতে জাপটে ধরা লাল নীল সংসারের মন্ত্র রয়েছে ।
অবাধ্য বাতাসের আনাগোনায়
মায়া ধরা পৃথিবীর সোনা ঝরা বিকেল আছে।
সবুজ শাপলার কোলে জমাট বাধা বর্ষার জল আছে।
সেখানে নতুন বইয়ের গন্ধ মিশেছে জীবনানন্দের মাল্যবানে।
আমার একটা বাড়ি আছে।
চাঁদের বাড়ি।
সেখানে এক আলতা পরা মেয়ের নুপুরের আওয়াজ ইছামতি পেরিয়ে হাঁসের দলের কাছে পৌঁছায়।
আমার এক বাড়ি আছে।
রূপকথার বাড়ি,
চাঁদের
বাড়ি।
সেখানে আমার না হওয়া সংসারের সোহাগের মাস্তুল আছে।
সেখানে ঝমঝমিয়ে নামে মেঘের দল,
কুয়াশা ঝরা হৃদয়ের দিগন্তে
নামে রবি ঠাকুরের গান।
সেখানে আগুনরাঙা বিকেলে
ফিকে রাঙা জীবনের তেভাগী গান লেখা হয়।
তারায় ভরা মেহফিলের রাতে সুর ওঠে লালনের একতারায়।
বৃষ্টি ভেজা মাটিতে, ঝড়ের রাতে জাপটে ধরা লাল নীল সংসারের মন্ত্র রয়েছে ।
অবাধ্য বাতাসের আনাগোনায়
মায়া ধরা পৃথিবীর সোনা ঝরা বিকেল আছে।
সবুজ শাপলার কোলে জমাট বাধা বর্ষার জল আছে।
সেখানে নতুন বইয়ের গন্ধ মিশেছে জীবনানন্দের মাল্যবানে।
আমার একটা বাড়ি আছে।
চাঁদের বাড়ি।
সেখানে এক আলতা পরা মেয়ের নুপুরের আওয়াজ ইছামতি পেরিয়ে হাঁসের দলের কাছে পৌঁছায়।
আমার এক বাড়ি আছে।
রূপকথার বাড়ি,
সেখানে আমার না হওয়া সংসারের সোহাগের মাস্তুল আছে।
0 মন্তব্যসমূহ