আমি মেয়ে,
তবুও আমার
মেয়েদের ভালো লাগে
কী
স্নিগ্ধতা ঘিরে থাকে তাদের চুল জুড়ে
কী অমায়িক
সৌন্দর্যের হাতছানি তাদের মুখ জুড়ে
আমি শুধু
দেখি, দূর থেকে!
সমাজ নামক
কালচার আমার পথ আটকায়,
শ্বাসরোধ
করে।
অন্ধকার
গ্রাস করে, ধীরে ধীরে,
ঠিক যেভাবে
আমি স্বপ্ন দেখি আমার প্রেমের
স্বাধীনতার।
0 মন্তব্যসমূহ