আমার কোনও
শরৎকাল ছিল না
ছিল না
পড়ন্ত বিকেলের হাতছানি
রোদ ভরা
শীতের মাঠ
অথবা
আগুনরাঙা কৃষ্ণচূড়া ফাগুন;
তবু ভোরের
জঠর থেকে
একটা পাখি
ডেকে উঠলে
আমি পার
করি অন্য এক রাতজন্ম
জ্বালিয়ে
রাখি জ্বালাময় শুকতারা
আর
ছাইদানির বিশ্রাম্ভালাপ;
ধূপ একটু
একটু করে পুড়তে থাকে …
কেউ জানে
না তারও ঝুলিতে আছে
গোপন
অভিসারের টুকরো কিছু কথাবার্তা
আর ভাঙা আয়নার
একটুকরো কাঁচ –
যাতে কোনও
স্বপ্ন ভাসানো যায় না।
0 মন্তব্যসমূহ