ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নিয়ন্ত্রণ রেখায় -অজিত কুমার জানা

 

নিয়ন্ত্রণ রেখার বাইরে চলে গেলে

মাটি ছুঁয়ে বসে রোদ

জোনাকি গাছ আঁকচারা কাটে। 

 

চোখের পর্দায় ফুটে

ইতিহাসের ছেঁড়া পাতা। 

জ্বলে যাওয়া ফুলঝুরির

ছাইভস্ম কথা বলে। 

ঘুমিয়ে পড়া সকাল

বেহুঁশ হয়ে পড়ে থাকে,

তার নিজস্ব অক্ষরেখায়। 

 

চলন্ত পাখায় দড়ির ফাঁস লাগিয়ে

চাঁদ ঝুলে আত্মসুখে। 

পা জড়িয়ে ওঠে আত্মহননের-

তাজা স্বপ্নের অদৃশ্য শরীর। 

প্রত্যাগমনের চোখ পড়ে থাকে

অন্ধ আবেগে বসে নিয়ন্ত্রণ রেখায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ