নিষিদ্ধ
পাড়ার মাটি মেখে মা আমার উমা,
দশ হাত
দুর্গা;
শ্রীরামচন্দ্রের
অকালবোধনে একশ আটটা
নীল পদ্ম
ফোটে…
বাতাসে
বাতাসে ভাসে আগমনী সুর,
শরতের
অলৌকিক এক সুঘ্রাণ;
বাড়ি ফেরে
বাড়ির আটপৌরে মেয়েটি;
অথচ , তাকে মেনে নিতে পারেনি পাড়া-গাঁয়ের
দেহাতি
মানুষ গুলো;
শরীরে
নাকি নিষিদ্ধ পাড়ার অন্ধকার!
শরীরের
গভীরে আরেক শরীরের স্পন্দন,
বোধন, মাতৃ মন্ত্র …
নীল
অপরাজিতা ফুলে ফুলে ভরে ওঠে সকাল;
সাদা সাদা
শিউলি ফুল রাতের গভীরে ফুটে উঠে
প্রথম
সকালে নৈঃশব্দে ঝরে পড়ে;
পূজা আসে…
মা হাসে…
আমার মা , রক্তে-মাংসে গড়া আমার মা;
আমার
মাটির প্রতিমা…
মা
দুর্গা…
সময় জুড়ে
কেবল মাতৃ পক্ষ;
পিতৃ
পক্ষের অবসান;
নিষিদ্ধ
পাড়ার মাটি মেখে আমার আরাধনা;
আমাদের
সনাতনী পরম্পরা, পূজা।
0 মন্তব্যসমূহ