তাহলে,
পথ বেঁকে গেলে রাস্তা খোঁজা যায়?
দীর্ঘ প্রতিক্ষার অনন্ত যাত্রায়
তুমি কথা দিয়েছিলে বর্ষা দেখবে!
আজও গ্রীষ্মের দাবাদহে আমি অপেক্ষা করি
বর্ষা পায়ে কে যেন হেঁটে যায়
বিরহের বিকেলে তোমার নুপুরের শব্দ
প্রতিধ্বনি হতে হতে
ব্রহ্মপুত্রের বুকে হারানো স্মৃতির গল্প
একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়বে
বর্ষার অপেক্ষায় আর বর্ষা হাসবেনা।
0 মন্তব্যসমূহ