ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তাহলে, পথ বেঁকে গেলে -তীর্থঙ্কর সুমিত

 

তাহলে,
পথ বেঁকে গেলে রাস্তা খোঁজা যায়?
দীর্ঘ প্রতিক্ষার অনন্ত যাত্রায়
তুমি কথা দিয়েছিলে বর্ষা দেখবে!
আজও গ্রীষ্মের দাবাদহে আমি অপেক্ষা করি
বর্ষা পায়ে কে যেন হেঁটে যায়
বিরহের বিকেলে তোমার নুপুরের শব্দ
প্রতিধ্বনি হতে হতে
ব্রহ্মপুত্রের বুকে হারানো স্মৃতির গল্প
একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়বে

বর্ষার অপেক্ষায় আর বর্ষা হাসবেনা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ