ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শারদ সন্ধানে -গোবিন্দ মোদক

 


ভোর ফুটলো। 

গঞ্জের সবচেয়ে প্রবীণ বটবৃক্ষটি আড়মোড়া ভাঙল

তারপর দু‘চোখ মোছবার অবকাশে চমকিত হলো সে। 

তার চোখে পড়লো জোড়াবিলের ধারে সাদা সাদা ছোপ।

চোখ কচলে সে আবার দেখল –

তার অনুমান ভুল নয়

সত্যিই কাশ ফুটেছে বিলের দু‘ধার জুড়ে!

তাহলে কি…?

আনন্দে শিশুর মত নৃত্য করে উঠল প্রবীণ বটবৃক্ষ –

শোনো! শোনো! শোনো! সবাই শোনো!

এবার বর্ষা আমাদের ফাঁকি দিয়েছে তো কি হয়েছে! 

শরৎ চোখ মেলে চেয়েছে! 

ওই দেখো কাশফুল হাসতে লেগেছে।



প্রবীণ বটবৃক্ষের সে আনন্দ স্পর্শ করল সব্বাইকে।

তখন গেরুয়া-সাদা ইউনিফর্মে সেজে শিউলি বের হল

খবর দিল জবা টগর স্থলপদ্মকে। 

ভোরের ঘাস তার বুকে ধরে রাখল শিশির-মুক্তো

আর আকাশের নীল সামিয়ানা জুড়ে ভাসলো 

অলস মন্থর পেঁজা তুলোর মতো সাদা মেঘের দল

সূর্য ছড়ালো তার সেরা সোনালী আলো;

রাধু-বোষ্টমী খঞ্জনি বাজিয়ে পথে বের হলো…

ঠিক সে সময়ে একলা এক বাউল 

একতারা বাজিয়ে গাইছিল–

যাও যাও গিরি আনিতে গৌরী…”!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ