ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শ্রুতি নাটকে জেগে থাকি -সঞ্জীব সেন


 

দাঁড়াও সুন্দর,দৈব পিকনিকে এসেছো, যেখানে প্রাচীন উত্তাপ ঘিরে মৌতাতে মাতে কথামালারা



আমি সেই জাগরণ হেমবর্ণশ্রুতি নাটকে জেগে থাকি,কথার শরীরে বৃষ্টির মত মোহ,



দূরান্তের গ্ৰাম্য রমণীরাও জানে কথার গায়ে ডানা হলে উড়ে যাবে তারা পুরোনো মন্দিরের কার্নিশে

দু দিনের বৃষ্টিতে জমা জলে তাদের ছায়া পরবে

কিছু  কথারা কলোনিয়ান সন্ধ্যায় জমা হবে পাড়ার কলতলায়



দু হাতের আড়ালে নারীর মসৃণ নগ্নতার মত অন্ধকার ভালবাসে সেইসব কথারা ,    ভুলে যায় তারাও কোনদিন নিমরাজি ছিল,

আর হলুদ পাড়ের দালানের সেই নারী  ডেকে নেয় সন্ধ্যার সেই  হলুদ ঠোঁটের কথামালাটিকে

চৈ চৈ করে উঠে আসে তারা গায়ে তাদের একটুও পাক লেগে থাকে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ