১.
গন্ড গাঁয়ে
আসিস
কালো মেয়ে
জাপটে ভালবাসিস
২.
আমার ভ্রমর
গুনগুনিয়ে
চলে গ্যাছে
গা দুলিয়ে
৩.
আমার
খেজুর পাতায়
তোমার চুলের
মুকুল হারায়
৪.
দোদুল দোলে
এমন দোলে
দেহ কেমন
হিড়িক তোলে
৫.
দ্যাখো কি বাহার
দেহে দেহে
ভেসে ভেসে
নৌকা বিহার
৬.
টুপটাপ
ঝিলমিল
তুমি আমি
হলদে লালে মিল মিল
৭.
আগুন বিকেল
গাছের পাতায়,
দুপুর
বিষন্ন
হামেশাই
৮.
বাঁ দিক
হৃদি পদ্ম
ডান দিকে
গভীর গর্ত
৯.
এসো
অর্পণ করো
বসো
আগুন ধরো
১০.
গন্ড গাঁয়ে আসিস
খাঁচার ভেতর
জলপ্রপাত
খামে তুলে রাখিস।
গন্ড গাঁয়ে
কালো মেয়ে
জাপটে ভালবাসিস
আমার ভ্রমর
গুনগুনিয়ে
চলে গ্যাছে
গা দুলিয়ে
আমার
খেজুর পাতায়
তোমার চুলের
মুকুল হারায়
দোদুল দোলে
এমন দোলে
দেহ কেমন
হিড়িক তোলে
দ্যাখো কি বাহার
দেহে দেহে
ভেসে ভেসে
নৌকা বিহার
টুপটাপ
ঝিলমিল
তুমি আমি
হলদে লালে মিল মিল
আগুন বিকেল
গাছের পাতায়,
হামেশাই
বাঁ দিক
হৃদি পদ্ম
ডান দিকে
গভীর গর্ত
এসো
অর্পণ করো
বসো
আগুন ধরো
গন্ড গাঁয়ে আসিস
খাঁচার ভেতর
জলপ্রপাত
খামে তুলে রাখিস।
0 মন্তব্যসমূহ