ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

এক হতাশ হৃদয় -দীপায়ন নাথ

 


এক সমুদ্র আলেয়া ঢেউ তুলেছে হৃদয়ে।
কাঁদুনে আকাশে ঊষালগ্ন থেকেই নিস্তব্ধতার ভয়াল মেঘ।
তরতাজা রক্তমাংসে একরাশ নৈঃশব্দ্য।
দমবন্ধ করা অস্বস্তি ধীরে-ধীরে গ্রাস করেছে,
অবসাদের অতলে তলিয়ে যাওয়া,
এক অবহেলিত হৃদয়কে।

চাদরে-চাদরে নেমেছে কুয়াশা।
আলিঙ্গনরত দুঃখ-দুর্দশা।
প্রেমের কফিন ভেঙে বেরিয়ে আসে,
দীন-দরিদ্র প্রেমিক আত্মা।
প্রেমিকা হৃদয়ে স্হায়ী পদের জন্য,
আবেদন করে পুনরায়।

উপহাস ছুঁড়ে দেয়,
বাস্তবতার অভিশপ্ত দর্পণ।
উপেক্ষার করাল গ্রাসে,
বোবা টানেল ব্যঙ্গ-বিদ্রুপ করে।

কুয়াশায় ঢাকা কাঁচে,
রচিত হয় আর ও  একটি,
উপেক্ষার প্রতিচ্ছবি!
প্রত্যেকটি মুহুর্ত ঘিরে চলে,
এক অমরত্বজয়ী হতাশার তান্ডব লীলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ