ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

রোদবন্দী আকাশ - জগদ্বন্ধু হালদার


 

প্রাচীন গ্রন্থের মলাট ছেঁড়া জীর্ণ অংশের মতো পুঁতিগন্ধময়  ধুলোমাটির জীবন; মাড়ি ও মড়কের ক্ষতচিহ্ন নিয়ে বহমান যেন রোদবন্দী আকাশ। বৃষ্টি ও বণিকেরা আজ যেন চতুর রাখাল

নিদারুণ খরায় পুড়ে যায় মানুষের মনকাহন;

তবে কি সভ্যতার ঘন্টাধ্বনি জাগাবে না আর বিবেকের বন্ধ দুয়ার?

 তবে কি নষ্টদের কাছে কেবল ঘটবেই সুন্দরের পরাজয়?

 

হৃদয় পতন হলে মূল্যহীন হয়ে যায় আবিষ্কারের চূড়ো

আধিপত্যের বিশ্ব নাগিনীর কাছে অনিরাপদ সভ্যতার সকল অর্জন

মানুষ ও মনুষ্যত্ব এখন পৃথক পথের পথিক

স্বর্গ লোভের অগ্নিবলয় ফালিফালি করে কেটে নেয় চাঁদ জ্যোৎস্না ও ফুলের সৌরভ 

অবিরাম পতনের করাতকলে টুকরো টুকরো হয়ে যায় বৃষ্টির ঘ্রাণ। 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ