আর কোন প্রশ্ন নেই
আমার তোমাকে।
বাইরে বিরহ বৃষ্টি জল;
আমার কোন বিষন্নতার
চোরাস্রোত আজ তোমাকে
চলে যাওয়া থেকে আটকাতে পারবেনা।
হাজার লেখার শব্দের
মায়ায় আর বাঁধবে না তুমি।
ক্ষতের জোরে আদর নামা শরীরে কাব্য হয়ে আসবে না
তুমি।
তোমার চলে যাওয়াই সত্যি
হল তাহলে।
প্রিয়তম বৃষ্টি গোপন ব্যাথার কথা রাখে ,
বিরহের জল দিশাহীন
কাগজের নৌকার পথের দিশা জানে।
না আমার তোমাকে কোন
প্রশ্নই নেই আর।
চোখের কার্নিশে আজ বাইরে বিরহ বৃষ্টি জল।
ঈশান কোণের
বিষণ্ণতায় কাটাকুটি খেলার সময় কই।
তোমার কল্পনায়
মিশে থাকুক আমার এই সিক্ত শরীর।
নাহ্ তোমাকে আর কোন
প্রশ্নই নেই আমার।
0 মন্তব্যসমূহ