নিঃশব্দে
সিঁড়ি ভাঙে
লঘুসপ্তর্ষি
মন্ডল
তারারাও
এক্কাদোক্কা খেলে
নিজেদের
সাথে।
মানুষ
নিজস্ব একটুকরো আকাশে
যত তারা
দেখে জীবিত যাত্রাপথে
ওদের চোখে
একমুখি মানুষ সেখানে একমুঠো সোনার ছাই হাতে নিয়ে
হাত ছেড়ে
দাঁড়িয়ে দূরত্ব মাপছে
যে যার
মতো নিজস্ব না
পাওয়া নিয়ে।
তারারা
ধরে আছে হাত অমোঘ শৃঙ্খলে
ছেড়ে গেলে
কেউ রাখে না খোঁজ কারও
মানুষের
পাওয়া হলে খোঁজে আরও কিছু
হাত ছেড়ে
হাত ধরে প্রয়োজনে আবার
মানুষই
একমাত্র ভালোবাসায় খুঁজেছে
আর একজন
মানুষ কেন সে কথা আজও বোঝে
না কেউ।
0 মন্তব্যসমূহ