পরাধীনতার
কথা মনে আসে?
সদর্থক
কিছু এই সময়কি আর ভাবতে দেবে না?
আমি ওইসব
ছোট্ট শিশুগুলোর মতন
যদি হতে
পারতাম যারা
রঙীন
মাছের জলে খেলে বেড়ানোতে
কিম্বা
ধীর শামুকের চলাফেরাতেই আনন্দ পেয়ে
আরো
উজ্জ্বল হয়ে ওঠে
বুনো
পাতার বৃষ্টির জলে ভিজে যাওয়ার মতন।
দোষটাকে
কাকে যে দেবো
নিজেকে না
এই সময়কে
ভাবতে
ভাবতে স্বাধীনতার আর এক বছর বয়স বাড়ে।
আমি
দেওয়ালে মাথা দিয়ে অসময়ে চোখ বুজি…
ভান করি
ঘুমোনোর,
ভান করি
প্রশান্তির।
কিন্তু
মাথায় তখনও ওই একই বিড়ম্বনা।
স্বাধীনতার
কথা ভাবলেই পরাধীনতার কথা মনে আসে।
0 মন্তব্যসমূহ