শেষ
নিঃশ্বাসের সাথে সাথে
একটা
জীবনের সমাপতন,
অনেক
প্রত্যাশার হারিয়ে যাওয়া
কিছুটা
বিনা কারণে
কালের
গহনে বিলীন হওয়া,
সঙ্ঘবদ্ধ
ভাবনাগুলো
বিপদের
আঁচ জেনে ছন্নছাড়া-
যেখানে
প্রতিকূলতায়
খুঁজতে
থাকে চলার অভিমুখ।
বহতার
পরিণতিতে এসে
আঁতকে উঠি
চেতন ভুবনে,
বিলীনতার
নিদারুণ বালুচরে
অকস্মাৎ
যেন তলিয়ে যায়
যেখানে
বাঁচাবেনা কেউ আমায়।
চারিদিকে
শুধু ক্রন্দনাতার সুর
আর
লৌকিকতার কলরব,
চুক চুক
সমবেদনার শ্রাবণে
ভেসে যায়
আমার 'নিগূঢ়
আত্মা'
সবশেষে
নিয়ে চলে-
সেই ঘুম
পাড়ানির দেশে
মৃত্যু
যেথায় ঘুরে বেড়াই।
0 মন্তব্যসমূহ