বেলা, সত্যি বলছি-----
চাকরিটা আমি
পাইনি।
ছিলাম
নিশ্চিত এইবার অন্তত
দুইয়ে-দুইয়ে
হবে এক।
তারপর,
তারপর সব
সমীকরণ,যোগ- বিয়োগ...
কেমন যেন
এলোমেলো হয়ে গেল
মিলতে
মিলতেও শেষ লাইনে; সরলটাও
আর মিললো না, বরাবরের মতোই।
অঙ্কে আমি
অঙ্কুর থেকেই খুব দুর্বল।
দিকভ্রান্ত
পথিকের মতো হাঁটছি
শেষহীন
গন্তব্যহীন পথ, খুঁজে চলেছি
পথ থেকে পথ
পেরোনোর পথ।
রাজনীতি
নামক দুর্নীতির চাপাকলে
নিষ্পেষিত
প্রতিনিয়ত, ওষ্ঠাগত প্রাণ।
দম বন্ধ
হয়ে আসে কখনো,ঘুম খোঁজে চোখ।
বেলা,
তোমার-আমার
আগামী পথ-চলা দিন
সব চাপা
পড়ে গেছে আবর্জনার স্তূপে।
কবর খুঁড়ে
তুলে এনোনা আর কখনো
তোমার-আমার
অতীত স্মৃতি আলেখ্য।
এই টুকুই
থাক,
সময়ের
ফুরসৎ এ সুযোগ যদি আসে
রুদ্রের মতো
আকাশের ঠিকানায় লিখো চিঠি।
পুনঃশ্চ:
যারা কেড়ে
খেল আমার মুখের গ্রাস
ছারখার করে
গেল আমার আজন্ম-স্বপ্ন
সময়ের
চিতায় যেন জ্বলে তাদের লাশ।
0 মন্তব্যসমূহ