কচুরিপানা
ফুলের গন্ধ মেখে
ডোবা,পুকুরের
পুটিমাছ, দারকিনা
দাপিয়ে
বেড়ায়
সূর্যের
আলোতে চকচক করে উঠে
মণিরাভা
তীক্ষ্ণ চোখে
ঝাঁপি
দিয়ে চেপে ধরে
খল
খলিয়ে উঠে চারদিক
পোড়া
মাছের সাথে
হাড়িয়ার
চুমুক জীবন জমে যায়
কচুরিপানা
নীল চোখে
তাকিয়ে
থাকে জীবনের নীল
রক্তে।
0 মন্তব্যসমূহ