ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ছুটি -মোহাম্মদ শহীদুল্লাহ


 

জলের গভীরে লুকোনো ব্যথা নিয়েই 

ডুবসাঁতার খেলতে ডাকে

বিকেলের সমুদ্রবালিকা।

নিরন্তর ঝাঁপিয়ে পড়ে

সুখপিয়াসীর ঠিকানায় চিঠি পাঠাই;

আসেনা উত্তর।

 

দুরন্ত ঘড়ির ডানাবর্তী কক্ষপথ এবং 

শুঁয়োপোকার একই নিয়মের ঘড়িতে নেই

বিবৃতির বিভেদ। 

সফেন সমুদ্রের অবিচল আলিঙ্গনে

আপ্লব পৃথিবীর মতো--

আমার পঞ্জিকায় একটি ছুটির দিন আসে,

সেই সাথে আসে ইথারের চিঠি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ