জলের
গভীরে লুকোনো ব্যথা নিয়েই
ডুবসাঁতার
খেলতে ডাকে
বিকেলের
সমুদ্রবালিকা।
নিরন্তর
ঝাঁপিয়ে পড়ে
সুখপিয়াসীর
ঠিকানায় চিঠি পাঠাই;
আসেনা
উত্তর।
দুরন্ত
ঘড়ির ডানাবর্তী কক্ষপথ এবং
শুঁয়োপোকার
একই নিয়মের ঘড়িতে নেই
বিবৃতির
বিভেদ।
সফেন
সমুদ্রের অবিচল আলিঙ্গনে
আপ্লব
পৃথিবীর মতো--
আমার
পঞ্জিকায় একটি ছুটির দিন আসে,
সেই সাথে
আসে ইথারের চিঠি।
1 মন্তব্যসমূহ
চমৎকার লেখাটি প্রিয় কবির
উত্তরমুছুন