ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আত্মীয় - বর্ণালী দত্ত

 
ঘর আর আমি একই আয়নায় 
রোজ নিজেদের দেখি,
চুল আঁচড়ে নিই একই চিরুনিতে,
অতিথি এলে বসতে বলে জল আনতে যাই
আমি; ঘর তাকে পাহারা দেয়;
খাবার দিলে পিঁপড়ে আসে সাথে,
কখনও নষ্ট করে আমার আপ্যায়নের চেষ্টাটুকু,
ঘর পিঁপড়েদের বন্ধু করে,
এইখানে একটু ঝগড়া হয়, অভিমান হয়
আমার সহযোগী হয়েও ওদের কিছু বলেনা!
কেন? অথিতির অমর্যাদা হতে দেয়?
এই প্রশ্নটা করা হয়ে ওঠে না,
অনেক কথা শোনাই, বলি আমি চলে যাব
সব থাকবে তোর উপর, একা সামলাতে হবে,
ঘর চুপ করে থাকে, চোখ সরিয়ে নেয়
আমাদের যোগাযোগের আয়না থেকে;
আমিও থেমে যাই, মনে মনে ক্ষমা চেয়ে নিই
ঘরের কাছে, অতিথির কাছে, ওই আয়নার কাছেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ