ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আগুনের পাখাদু’টি মেলে ---- রঞ্জন চক্রবর্ত্তী

 

মানসাই নদীর চরে লোকজন নেই, পাখিরাও নেই

শুধু নিঃসঙ্গ আমি চেয়ে আছি অতীতের দিকে,

তখন আমার স্বপ্নগুলো সব কুয়াশা হয়ে ঝরে

তখন নদীর চরে রোদ আর বাতাস খেলা করে

আমি সেই খেলা দেখি, একা, ইতিউতি চাই

দেখি ধু ধু বালুচরে পড়ে আছে ভস্ম আর ছাই

সে এক নিবিড় স্বপ্ন, পরাবাস্তব, শুধু খেলা নয়

আগুনের পাখাদুটি মেলে, অহর্ণিশ, বিদেহী পাখিরাও জেগে রয়

এইসব স্বপ্নগুলো, তাদের রূপ–রস-গন্ধ আর স্পর্শের খোঁজে কতযুগ ধরে

অনুসন্ধান চলে অত্যন্ত গভীরে

অর্নথক সেই অর্থ খোঁজা, তাৎপর্য ব্যাখ্যা করা, বৃথাই এ আবেগ-কথন

প্রকৃতপক্ষে সত্য, একমাত্র, যুগের নির্মোহ চলন

তাই দাঁড়িয়ে দেখি, সঙ্গীহীন, সামনে পড়ে আছে নদীচর

জনশূন্য নদীচরে পড়ে আছে বালি ও পাথর

দাঁড়িয়ে আছি, নিঃসঙ্গ, সামনে শুধুই বালুরাশি

বস্তুতপক্ষে স্রোত নয়, স্মৃতির জোয়ারে আমি ভাসি

সহসা অতীত জাগে, অবয়ব ধারণ করে, ক্রমে দৃশ্যমান হয়

কালের ভেলায় ভাসে বহমান স্রোত ও সময়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ