ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অবকাশ এখনও আছে... -শেখ আব্বাস উদ্দিন

 


দীর্ঘ টানা পোড়েনে ঢাকা পড়ে যায় সন্ধ্যার অন্ধকার

দীর্ঘ ছায়ার মত অবিশ্বাস দাঁড়ায় মাথা তুলে

মেধাবী বেকারের বৈধ দুশ্চিন্তাগুলো 

 

ক্রমশ ভাঙছে আদর্শের প্রতিরোধ,

ব্যার্থ মেধা মমত্ব মনন;

আদর্শহীন হয়ে উঠছে নিজে থেকেই...

 

অজস্র স্বপ্নের চারা ফুটেছিল যে চোখে

নিরীহ শূন্যতায় আনমনে বসে আছে 

পশ্চিমের জানালায়;

 

আমাদের স্বপ্ন পোড়ানোর আগে নিজেকে 

একবার দেখে নিও! প্রিয় সহ নাগরিক

 

আমাদের স্বপ্ন বীজ পুড়ে ছাই হয়ে গেলে 

অবরুদ্ধ অন্তর থেকে জেগে উঠবে অবধারিত প্রতিবাদ।।

 

বুকের ভিতর কিসের মায়া, সে কি জানে

হয়তো কেউ জানে না! 

পিচ্ছিল পথ মাঝে জীবনের প্রকৃতি?

অপূর্ণ হৃদয় অভিযোগ তোলেনি,

কিই বা হতো রাশি রাশি অভিযোগ তুলে?

সবটুকু নিরাময় আমাদের অজানা।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ