ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অবুঝ - আকাশ কর্মকার

যেই নুড়িটা গিয়ে পড়ল পুকুরের জলে

তরঙ্গ খেলে গেলো বুক জুড়ে।

আমরা কেবল ঐ তরঙ্গের সাক্ষী থাকলাম।

নুড়িটা তলিয়ে যেতে যেতে ঠাঁই নিল

তলদেশে।

 

হয়তো বা, নুড়িটাকে ভালোবেসে নিজের কাছে 

রেখে দিল পুকুরটা।

অতঃপর,

ধীরেধীরে সব শান্ত হয়ে গেল।

আবার কেউ একটা নুড়ি ছুঁড়ল, তরঙ্গ সৃষ্টি হল।

আমরা যে নিজেদের তৃপ্তির জন্য অপরকে বারবার

অশান্ত করতে ভালোবাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ