ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শূন্যতার ডানায় ওড়ে বেদনা - সৌম্য ঘোষ

 

স্বাগতিক সন্ধ্যা অভ্যর্থনা জানাতে এলে/

নৈঃশব্দের কাছে গচ্ছিত রাখি

ক্ষতদীর্ণ দীর্ঘশ্বাস।

কথা ছিল---

'ডুব দৃশ্য দেখে চিনে নেব একে

অপরের মুখ';  আর

সনাতনী নদীমাতৃক ঘ্রাণ।

 

শূন্যতায় ডানা মেলে

দেহের খাঁচা ছেড়ে উড়ে যায়

বাতাসের শব,

তাকে বলিঃ         'যাও'-

 

শূন্যতার ডানায় বেদনা ওড়াও।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ