ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

উদ্বেগ - তৈমুর খান


তোমার চোখ ও ভুরু মনে পড়ে 

তোমার ঠোঁট ও চিবুক মনে পড়ে 

একে একে সব অঙ্গ 

হাত-পা চুলের গন্ধ 

 

আকাশে আজ মেঘ এসেছে 

বলাকার সারির পিছন পিছন সন্ধ্যা নামছে 

তোমার কপাল জুড়ে লাল বর্ণ গোল টিপ 

ডুবে যাচ্ছে নির্জনে 

 

আমি সব এলোমেলো শূন্য আঁধারগুলি 

জড়িয়ে নিচ্ছি 

আর স্মৃতিগুলি শুইয়ে দিচ্ছি এই মাঠে 

এই জীবনের মাঠে 

 

আজ কি বাতাস উঠবে

আজ কি উড়িয়ে দেবে সব আয়ু

নোনা চাঁদ উঠুক তবে 

তার কাছে আমার সব জাগরণ রেখে যাব। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ