ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

সৃজন কথা -পলাশ পোড়েল


বীজগণিত জানে অস্তিত্ব জনক - জননী

বেঁচে থাকে বংশ,ঘর দুয়ারে

হলুদ আলো হৃদয়ের কিনারে

সঞ্জীবনী সুধা বুকে রেখে নীলকান্ত মনি।

মোহনায় নদী জানে গঠন বদ্বীপের সৃজন

ঢেউ ঢেউ হাসি কান্নার তরঙ্গ মেখলা

মহাকালের নিত্য লীলা পুতুল খেলা

খুঁজে পাবে একলা সৈকতে বোধের ভুবন।

শব্দের সাজঘরে ছড়াবে বীজ চেতনার কণা

ফুটে উঠুক রক্তিম পলাশ

ছেড়ে জীর্ণ বল্কল নগ্নবাস

জীবনের পথের বাঁকে নির্বাণে থাকে না যন্ত্রণা।

সৃজনের অমৃত সুধা কুড়িয়ে রাখি ছেঁড়া আঁচলে

অক্ষর জাগে মরণের বাঁকে

ভালোবাসি কবিতা তোমাকে 

আলতাপরা পায়ে হাঁটে বাংলা মা সোনালী ফসলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ