ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অগোছালো জীবন -হামিদুল ইসলাম

এভাবে আর কতো সয়ে থাকা 

মৃত‍্যুকে উপেক্ষা করি প্রতিদিন 

তবু কবিতা জন্ম নেয় -----

শিশির ভেজা আকাশ। সারারাত জাগর

 

এক লহমায় নির্জন দুপুর 

আমার পাখিচোখ। অনন্ত সমুদ্র 

তুমি গুছিয়ে রাখছো আলো 

সংশয়

 

পাশে আছি 

বিরহ ও বেদনায় থাকবো 

তবু ঋতুমতী গাছের ছায়ায় গালিচা পাতা শূন‍্যতা 

জ‍্যামিতিক বলয়

 

তোমার দুঠোঁটে ইঁদুর সাম্রাজ্য 

মানবো না 

বাতাস উঠুক কিংবা টর্ণেডো 

ভাঙ্গুক আয়নায় পাতা সাজানো রাত। ডাহুকি বাতায়ন 

 

গ্রামের মেঠোপথ ধরে আমি পেরিয়ে যাবো সন্ন‍্যাস জীবন 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ