এই যে বাতাসে বয়ে চলা ধুলোকণার অদৃশ্য ওড়াউড়ি
আকাশ ও
নদীর একান্ত দহন বেলার দুঃখনূপুর
পলে পলে
প্রস্থানোদ্যত মানবিক শিল্প-সাহস।
অতীতের
গর্ভ থেকে প্রসববেদনা নিয়ে জন্ম নেয়
কঠিন-বর্তমান
আর
বর্তমানের দুঃসহ যাপন শেষে
ভাবিত-ভবিষ্যত
এভাবেই
চলছে চলবে জীবনের ঘোড়দৌড়।
তবু
চেতনায়
ঋদ্ধ মানুষেরা আজো আকাশে উড়ায় স্বপ্নসুতোর ঘুড়ি
সময়ের
উষ্ণ উনুনে স্নান করে খুলে দেয় হৃদয়কপাট
মুষ্টিদৃঢ়
হাতের কারুকাজে তুলে নেয় কাস্তের চাঁদ
লোভাতুর
বণিকের বিরুদ্ধে গায় সাহসী কোরাস।
0 মন্তব্যসমূহ