একটা আগুন রঙের বসন্ত-ব্যালকনি!
যার বাম অলিন্দে ম্রিয়মান
একগুচ্ছ হলুদ মাখা স্মৃতির প্রজাপতি।
ডান অলিন্দ জুড়ে,
সহস্র ধূসর জোনাকির কেরামতি।
প্রতিটি প্রশ্বাস জুড়ে ধ্বনিত হয়,
হৃদয় পোড়া এক করুণ আর্তনাদে।
ধীরে-ধীরে তা কোকিলের কন্ঠরুদ্ধ করে
ঢলে পড়ে এক মূককীটের অন্তরালে।
শিরা-উপশিরা জুড়ে
নাম হারা যত বসন্তের পরশ,
একাকিত্বের শয্যা সঙ্গীনি।
ঝরে পড়া পলাশ ফুলের কাব্যে,
উচ্চাঙ্গ অভিমানের স্বরলিপি।
0 মন্তব্যসমূহ