একদিন ঠিক ফিরব জানি
বাংলা মায়ের ঘরে আমি।
সেথা আছে
শত সুখ
শত শত আশা
ভালোবাসা ;
তাদের
মাঝে খুঁজি আমি
যত
অনুভূতি যত ভাষা।
যেথা ওড়ে
রং বেরঙের
কত শঙ্খ -
চিলের দল।
সেথা ভাসে
খালে বিলে
মরালীর ও
সাথে মরাল।
ধূ ধূ মাঠ, মেঠো পথ
দেখো
চেয়ে যায় এঁকে বেঁকে,
কত বাড়ি
যায় ছাড়ি
ফেরিওয়ালা
সে ডেকে ডেকে।
একদিন ঠিক ফিরব জানি
সূর্য - উদয় হয়ে আমি।
হবো আমি
শতদল
শত শত
শালিকের ঝাঁক!
আকাশ গাঙে
এঁকে দেবো
রামধনু
হয়ে সাত পাক।
শিশির কণা
যেমনি করে
শিউলি
বোঁটায় ঝর্ণা ঝরায় ;
শালুক বনে
শালুক ফুলে
সূর্য
শিশির ঘুম ভাঙায়...
তেমনি করে
ফিরব আমি
হংসরাজে'র পেখম মেলে
এই বাংলার ঘরে।।
0 মন্তব্যসমূহ