ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কবির মৃত্যু - শুভজিৎ পাল

 

অবশেষে মৃত্যু হলো তার।

কার?

কবির নাকি কবিতার?

যদি বলি কবির।

কবিতার মৃত্যু হলেই,

 কবির মৃত্যু হয়।

 যদি বলি কবিতার,

 তাহলেও কবি কবিতার মৃত্যু ঘটায়।

কবিরা সামান্য আঘাতে দুমড়ে মুছরে যায় না।

হাতিয়ার করে কলমকে।

কবির কাছে হৃদয়ে ভাঙার শোক মৃত্যুর চেয়েও বড়।

মনের চোখে জ্বলে ওঠে কলম।

 মনের তীব্র দহনে জ্বলে ওঠে পান্ডুলিপি।

কবির রঙিন স্বপ্নের ফ্যাকাসে হয়ে ওঠার কথা জানে কবিতাই।

 শূন্যতার প্রতিধ্বনি ,

দগ্ধ ব্যথার জ্বালা মৃত্যু আনলো কবির।

থেমে রইল কবিতা ।

স্তব্ধ হলো কলম।

ভালো কবি কি হতে পারলো সে?

কবিতা উত্তর দিয়ে যায় এর। কবির মৃত্যু নতুন নয়,

কবিদের জন্মান্তর হয় বিভিন্ন রূপে ভিন্ন কবিতায়।

কবিতার মৃত্যু হয় না।

 কবিতা বেঁচে থাকে যুগের পরে, এক আলোকবর্ষ কাল ধরে কবিকে মৃত্যুঞ্জয় মন্ত্রে দীক্ষিত করতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ