ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কেকে-র সম্পর্কে এ তুমি কেমন তুমি? - সুভাষ কর


তুমিও তো শিল্পী; তবুও আজ সবাই জানতে চাই-

সত্যিই কি তুমি শিল্পীর পরিচয়ে বাঁচতে চেয়েছিলে?

তাহলে কোথায় ছিল সেই শিল্পীসুলভ হৃদয়ের ক্ষুধা-

দর্শকমনের খোলা আনন্দে শামিল হ'বার আকুতি?

যেকোন জমজমাট হাটের শেষে লাভক্ষতির বাইরে

নিরালায় থাকা কোন প্রেমের পদচিহ্ন খোঁজার ঝোঁক?



করতালি মুখর হাতের সংখ্যা গুণে গুণে ক্লান্ত কেন?

খ্যাতির লালসায় তোষামোদ-দুনিয়ায় আটকে থাকা

তোমার দু'চোখ কি, হায়, অহং-গ্লুকোমায় অন্ধ ছিল?

তোমার এযাবৎ সুন্দর সৃষ্টিকে কলুষে ভরালে-

নিজেকে বড় করতে জ্যেষ্ঠের মর্যাদায় হানলে আঘাত!

দেখতে পাওনি, আহা, নেপথ্যের আশীর্বাদ, ভালবাসা?

তোমার থেকে হয়তো তারা দূরেই রয়ে গেল এ জীবন!



এখনো বলি- সত্যিই তুমি শিল্পীর পরিচয়ে বাঁচতে চাও?

তবে এইক্ষণে গায়কী ঠমক চমক সব একপাশে রেখে-

প্রথমেই বিনয়ী হও! রপ্ত কর শিল্পীসুলভ নিরহঙ্কার!

সমীহ নয়; মানুষের ভালবাসা পাবার চাবি খুঁজে নাও-

তাতেই জেনো শিল্পীর শ্রেষ্ঠ সম্মান আর যথার্থ পুরস্কার!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ