ধূসর আকাশ ভেঙে টুকরো হয়ে মিশে যায়
দোতলার ঘরে আটকে থাকা আমার ক্ষুদ্র পৃথিবীতে—
নিভৃতেই! কেটে যায় প্রহরের পর প্রহর ;
নীচের নির্জন পথে কোনও এক পদধ্বনি
আমায় মুগ্ধ করে—জেগে ওঠে আমার একাকী শহর।
তারপর সেই
পদধ্বনি অজান্তেই যেন
আমার
বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়ায় ;
কেঁদে ওঠে
আমার ক্লান্ত শহর—শেষ হয় এই মুগ্ধতার প্রহর!
0 মন্তব্যসমূহ