ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

পথ - জগদ্বন্ধু হালদার

 

পথই জানে পথিকের পদশব্দের ব্যাকরণ

কে কোন ঠিকানায় যাবে কোথায় আছে কার অপেক্ষার ঘর

কার আকাশ কখন ছেয়ে যাবে মেঘের মিছিলে 

কখন বাজবে কার বেলা অবেলার বিষণ্ন 

সাইরেণ।

 

পথেরও বিবিধ আকার ও আকৃতি আছে

আছে শুণ্যপ্রহর; পথও কাঁদে নিশুতি রাতে

ধুলোর সাথে তার সখ্যতা,নিত্য সহবাস

পথিক বিহীন পথেরও আছে কষ্টের নিঃশ্বাস। 

 

স্বপ্ন না'য়ের মাস্তুল ভেঙ্গে যে পথিক হলো পথহারা

পথ ঠিকই চিনে নেয় তারে কাটে না যার বিষণ্নবেলা

আশ্রিতজনের প্রতি পথের আছে আজন্ম পক্ষপাত

সব গেছে যার পথ হয় তার যাপনের নিদানবসতি।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ