নীড়মুখো
পাখির ডানার ছায়াপড়ে যে পথে
সে পথ
আমার চিরন্তন;
উদাস
ফুলেরা চেয়ে থাকে যে পথের দিকে
সে পথ
আমার চির অভিসারের পথ;
কাস্তে
হাতে লাঙ্গল কাঁধে যে স্বপ্নপথে চলে চাষী
সে পথ
আমার পিতৃদত্ত, মায়ের
দেখানো পথ
যে পথে
হেঁটে এসেছিলো উদ্ধত পা ফেলে ক্ষ্যাপা দুর্বাসা সে পথ আমার নয়;
যে পথে
রাঙা পা ফেলে আসে মঙ্গলদায়ীনি
সে পথই
হোক আমাদের পথ;
ধুলোমাখা
যে পথে শুয়ে থাকে একাকিনী আকাশ
মলিনতাহীন
মনের জানালায় দাঁড়িয়ে
উদাস
তাকিয়ে থাকে অজস্র ক্ষমা,
উজ্জ্বল
একটা গাছ দাঁড়িয়ে থাকে
হয়তো
কারো অপেক্ষায়, আকাশের কথা
শুনবো বলে।
সবগুলো
রক্তস্নাত পথ একদিন মানবতার স্পর্শে হাততালি দিয়ে ওঠে;
উজ্জ্বল
হাসিতে ফেটে পড়ে যে সকাল
তার
অন্তরআত্মা থেকে উৎসারিত হোক কল্যাণআর্তি।।
0 মন্তব্যসমূহ