ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বন্ধগলি -প্রতীক মিত্র

 

বন্ধ গলি।

সবাই জানেনা।

অনেকে ঢুকে পড়ে তাড়াতাড়ি 

বড় রাস্তায় যেতে পারবে বলে।

পারে না, আটকে যায়

ঘরবাড়ির গোলকধাঁধায়।

বন্ধ গলির বাসিন্দারা হাসে।

তারা জানে কিভাবে বহিরাগতরা 

এখানে এলেই ফাঁসে।

নিজেদের কথা আলাদা।

অভ্যস্ত তারা এই বাঁধনে।

 নিরাপত্তার হিসেবে এটাই বা কম কি?

খুব বেশি আশপাশ দেখা যাক

হাতপা ছড়ালে হেলায় অসীমতা খুঁজে পাক...

কি দরকার?ঘেমো বাস্তবের সাথে

তাল মেলাতে

গেলে শুধুই ফাঁকি।

তার চেয়ে বরং ওটুকুই থাক:

সাধ্যের সাথে কথা চালাচালি

ঘরবাড়ির গোলকধাঁধা 

আর বন্ধ গলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ