বানান নিয়ে
বিভেদ কেন
ভাষা তো
শ্বাসপ্রশ্বাস
ভাষা মানে
তো অভিব্যক্তি
ভাষা ভাবের
প্রকাশ
কি-এর স্থলে
কী হবে
চুলকাও কেন
মাথা
বলতে কী চায়
বক্তা
সেটাই আসল
কথা
পাটীগণিত
হলো যে পাটি।
উত্তর তবু
মেলে
শ্রেণি মতই
পড়তে পাবে
সঠিক
শ্রেণীতে গেলে
বন্দে মিঞা, মিয়া হলো
আমাদের ওই
গ্রামে
পিঠের বোঝা
হালকা এখন
বানান
শুদ্ধির নামে
গরু যদি
হয়বা গোরু
কেশর তাতে
গজায়?
নখের স্থানে
নোখ লিখলেও
থাকে আঙুলের
আগায়
পুলিশ থেকে
পুলিস হলে
পালিয়ে
বাঁচে চোর?
পান থেকে
চুন খসলেই
মাচাও কেন
শোর
কথ্য ভাষায়
মনের মতো
বলব যেমন
খুশি
লেখার বেলায়
কায়দা কানুন
আইন সে
কোনদেশি
ঈদের চাঁদেই
ইদ হচ্ছে
সমস্যা কী
তায়
তেমনি করেই
লিখুক সবাই
যেমন করে
চায়
0 মন্তব্যসমূহ