শ্বাসমূল থেকে উঠে আসে দ্বীপ ভূমির জন্মকথা;
একটু একটু করে পলি জমতে জমতে
ছুঁয়ে নেয় সূর্যের আলো,
দখিনা বাতাসের সোহাগ;
তার পর বাঁধ বাঁধে নদী বরাবর
দেহাতি মানুষ গুলো;
অনাবাদী জমি,
আবাদী করে তুলতে অনেকটা সময়;
অনেক গল্প কথা …
কোনও এক জেলে-মাঝি ভাটিয়ালি গান ধরলে
তা ছড়িয়ে পড়ে নদী থেকে
চরের নরম শরীরে;
বাতাসে বাতাসে করা যেন বলে গেছে –
চর জেগেছে …
এক এক করে এসে হাজির হয়
ভূমি শূন্য মানুষ গুলো;
চারিদিকে কেবল শূন্যের অঙ্ক,
যোগ-বিয়োগ, কাটাকুটি খেলা …
আটপৌরে বউ মাটির উনানে ভাত বসালে
সুঘ্রাণ ভাসে;
শিশু গুলো সেই ঘ্রাণ নেয়,
তাকিয়ে থাকে জোয়ারের দিকে …
শ্বাসমূল গুলো সাক্ষী থাকে জোয়ার-ভাটার।
0 মন্তব্যসমূহ