আমি দু’চোখ বুজি।তোমাকে দেখতে পাই।
সে তুমি বাস্তবের চেয়ে অনেক দুরে।
এ ধুসর বেলা কোনো চাওয়া-পাওয়া নিয়ে ব্যস্ত নয়।
আকাশে সুদুরে পাক খেতে থাকা চিলের উদাসীনতা
দিয়ে তৈরি একাকিত্ব যাপনের উচ্চারণ।
চেনা ঘরের অচেনা পরিসর জুড়ে
নিজের খেয়ালগুলোকে ওড়াই।
দমকা হাওয়ায় পাতা ওলটায়।বাকি থাকে পরিচয়।
এতটাই কি কঠিন বিস্মরণ?
প্রতিটা পদক্ষেপের নীরবতা
শেষে আমার অস্তিত্বে কতটা সিঁধ কাটে ভবঘুরে?
সে তুমি বাস্তবের চেয়ে অনেক দুরে,
তবু দু’চোখ বুজলেই তোমাকে এখনও দেখতে পাই।
0 মন্তব্যসমূহ