ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নরকে ভাসাই ফুলের তরী - মোঃ আসাদুজ্জামান আসলাম

 কোথায় যাচ্ছি আমরা সবে!

অনিয়ম আর অবিচারে ধ্বংস করে দেশটা সবে,পার হয়ে যায় স্বার্থ ভরে।অর্থ করি কালো ব্যাগে,দূর্নীতি সব কর্ম প্রান্তে রন্ধ্রে রন্ধ্রে আটকাবে আর কেবা তাকে?


আমি হবো হত্যাকারী, যতোসব অত্যাচারী, সবাইকে তাড়িয়ে গড়বো আমি সুন্দর একটা পৃথিবী।


যন্ত্র মন্ত্রে বিভীষিকা তীব্র রুদ্ধ জাতী অবহেলায় ক্ষিপ্র,জওয়ানে জওয়ানে ভরা বিষাক্ত উগ্র রক্ত!খারাপ জলে সিক্ত। বিহঙ্গ উড়ে আকাশ নীলে ধরবে ছুয়ে আর তাকে কে?


তাইতো আমি হত্যাকারী, ওদের আমি অত্যাচারী, সবাইকে তাড়িয়ে গড়বো আমি নতুন একটা পৃথিবী।


যুদ্ধে দেশটা স্বাধীন পেলো সব অপরাধী সুযোগ গিলো,বক্ষ চিঁড়ে হৃদপিণ্ডটা বাইরে নিল শকুন গুলো।মুখোশ পরে কৃষ্ণ মুখে কলঙ্কের চেয়ার ঘুরায় নিজে, ইচ্ছে হলেই তাকে আর ধরবে কে?


তাইতো আমি হত্যাকারী,বেহিসাবী অত্যাচারী, সবাইকে তাড়িয়ে গড়ব আমি সুন্দর একটা মহী।


সর্প ছোবলে কুঁড়ে কুঁড়ে সমাজটাকে ধ্বংস করে,ক্ষীণ মাুনষ আর্তনাদে আসমান ফাটে উচ্চ স্বরে।মনিব ধনে সিন্ধুক ভরে উৎকর্ষে রাজা অট্ট হাসে গরিব কৃষক ভিক্ষা করে।


তাইতো আমি হত্যাকারী,ওদের সব অত্যাচারী, তরবারি হাতে কাটবো আমি বৃত্তশালীর বৃত্তের গিরি।

নরকের ওই দরজা ভেঙে অগ্নি মশাল জ্বালিয়ে হাতে,রাজপথের ওই কুপথগুলো বিভৎস দহনে ছাই করে দে।

মন্ত্রী মশাই চুরুট হাতে নকশা করে পালানো পথের,নেত্রোর তোয় মুছে ফেলে সব রক্ত ঝরাও রক্ত ঝরাও। আগুন লাগাও আগুন লাগাও লুটেপুটে যে করলো প্রলয়।

ঘুষের টাকার ব্যবসা ওদের নেশার চালান ঘরে,মদের বোতল হস্তে ওদের আবোলতাবোল বকে ধূ-ধূ।আমলা কামলা
পকেটওয়ালা,মুখোশধারী সব ভন্ড সাধু।

লাথ্বি মার্, বক্ষ পাঁজর চূর্ণ কর্, উপল আঘাত মস্তক ভেদে কন্ঠ ধর্। টুঁটি চেপে বদ-পেটুকদের রুদ্ধ কর্।

সমাজটাকে বাঁচাই চল্,তর সয়না আর জলদি চল্।উরগ মুখে কামড় দে সিংহের মুখে থাবা মার্।

আতসবাজির ফুলকি পায়ে পেট্রোল হাতে বহ্নি ধর্।যুদ্ধ বিমান আছড়িয়ে সব সমুদ্র ন্যায় তুফান তোল্।বৃদ্ধ ঘরে আমরা কেন,তাড়াতাড়ি মাঠে চল্,রুধির স্রোতে ভিজাই পথ নতুন সূর্য উঠাই চল্।

কষাঘাতে ওদের বক্ষ ফাটাই হয়ে আমি অত্যাচারী, নিশ্চিহ্ন করি সমাজ বৈরি, নৃশংস আমি হত্যাকারী। বিষদাঁত সব উপড়ে ফেলি নরকে ভাসাই ফুলের তরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ