কোথায় যাচ্ছি আমরা সবে!
অনিয়ম আর অবিচারে ধ্বংস করে দেশটা সবে,পার হয়ে যায় স্বার্থ ভরে।অর্থ করি কালো ব্যাগে,দূর্নীতি সব কর্ম প্রান্তে রন্ধ্রে রন্ধ্রে আটকাবে আর কেবা তাকে?
আমি হবো হত্যাকারী, যতোসব অত্যাচারী, সবাইকে তাড়িয়ে গড়বো আমি সুন্দর একটা পৃথিবী।
যন্ত্র মন্ত্রে বিভীষিকা তীব্র রুদ্ধ জাতী অবহেলায় ক্ষিপ্র,জওয়ানে জওয়ানে ভরা বিষাক্ত উগ্র রক্ত!খারাপ জলে সিক্ত। বিহঙ্গ উড়ে আকাশ নীলে ধরবে ছুয়ে আর তাকে কে?
তাইতো আমি হত্যাকারী, ওদের আমি অত্যাচারী, সবাইকে তাড়িয়ে গড়বো আমি নতুন একটা পৃথিবী।
যুদ্ধে দেশটা স্বাধীন পেলো সব অপরাধী সুযোগ গিলো,বক্ষ চিঁড়ে হৃদপিণ্ডটা বাইরে নিল শকুন গুলো।মুখোশ পরে কৃষ্ণ মুখে কলঙ্কের চেয়ার ঘুরায় নিজে, ইচ্ছে হলেই তাকে আর ধরবে কে?
তাইতো আমি হত্যাকারী,বেহিসাবী অত্যাচারী, সবাইকে তাড়িয়ে গড়ব আমি সুন্দর একটা মহী।
সর্প ছোবলে কুঁড়ে কুঁড়ে সমাজটাকে ধ্বংস করে,ক্ষীণ মাুনষ আর্তনাদে আসমান ফাটে উচ্চ স্বরে।মনিব ধনে সিন্ধুক ভরে উৎকর্ষে রাজা অট্ট হাসে গরিব কৃষক ভিক্ষা করে।
তাইতো আমি হত্যাকারী,ওদের সব অত্যাচারী, তরবারি হাতে কাটবো আমি বৃত্তশালীর বৃত্তের গিরি।

0 মন্তব্যসমূহ