কী আর বলিব সই আমি কী আর বলিব
যতনে তোমারে মোর হৃদয়ে রাখিব।
মোর হৃদিমাঝে রাখিয়া নিশিদিন মিলিব
মনের বিরহ কথা তোমারে বলিব।
তোমার রূপ হেরি আমার কীবা হইল
দিবানিশি বারি মোর আঁখে ছলছল।
বেদনা মোর মানসমাধবীকুঞ্জেরে রেখেছে জড়ায়ে
শুন্য হৃদয় মন্দির মোর স্খলিত বিরহের ভারে।
তব বংশীর ধ্বনিতে মোর এই হিয়া, উঠিবে গুঞ্জরিয়া
মম নয়ন সলিলে তুলিবে লহরী অবিরত অশ্রুধারা।
সোহাগ ভরিয়া রাখিব তাহা মোর গহীন অন্তরে
জানি তাহা বিন্দুসম মোর এ তৃষিত প্রান্তরে।
রাখিও আমারে রতন করে তব পদ মঞ্জিরে
রাখিও তব কোমল চরণে দিও না আমারে সরায়ে।
আমি রাখিব তোমারে আমার মানস মন্দিরে
মিলনের আকাঙ্খায় বাহিরে অন্তরে।
0 মন্তব্যসমূহ