হয়তো আর দেখা হবে না আমাদের।
কথা হবেনা কোনদিন,
আঘাতের সাম্রাজ্যে
কোনো বসন্ত আর পলাশ ফোটাতে পারবে না।
রাধাচূড়াও ভুলে যাবে বসন্তের আগমন।
বসন্তের পলাশের আর রং ঝুমুর হয়ে ওঠা হবে না।
আমাদের আর ঋতু বোঝা হয়ে উঠবে না,
রূপনারায়ণের সূর্যাস্ত সাক্ষী থাকবেনা আমাদের গোপন অনুরাগ
গুলোর।
আর হয়তো ভেজা হবে না অকাল বর্ষণে।
হাটা হবেনা ট্রাম লাইন জুড়ে শহরের অলিগলি।
ধুলো পড়বে অপ্রকাশিত খেরোর খাতা গুলো।
চিঠিও হারিয়ে ফেলবে তার ঠিকানা ,
ডাকবাক্স পড়ে থাকবে একরাশ শূন্যতা নিয়ে।
জন্মান্তরের মিথ্যে বাহানায় শান্ত হবে তিস্তা।
বন্ধ হবে লেখা ,
প্রকাশ পাবে না আর কবিতা। তাহলে?
এখানেই ইতি।।
0 মন্তব্যসমূহ