ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

পৃথিবীও মেরে ফেলছে নিজেকে - উদয়ন চক্রবর্তী

 

পাহাড়ি ঝর্নার উদ্দাম স্খলনের মধ্যে 

পৃথিবীর আদিম বৈরিতা আছে

নারী সেখানে সোনার হরিণ 

 

পুরুষের মরণ ঝাপ সমুদ্রের কাছ থেকে 

ধার করা অন্তহীন অভ্যাস 

 

জানালার সাথে আকাশের যেটুকু সদ্ভাব

সেখানেই দিনলিপি লেখা হয়

জীবনের শেষ সংলাপ উচ্চারণে মৃত্যু কাশ ফুল হয়ে দোলে

 

নিস্তব্ধতার ভেতর  যে শব্দের আনাগোনা 

তারাই নিজের ক্যানভাসে রামধনু আঁকে

যাপনের জলরংয়ে

 

মানুষ আজই মানুষ কে মারছে না 

হিংস্রতাও পৃথিবীর এক আদিম বৈরিতা

পৃথিবীও মেরে ফেলছে নিজেকে

আদিম অস্তিত্বের চিত্র পট ভেঙে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ