একদিন কত ঘাস জন্মাল পায়ের নীচে
তিরতির করে নদীর মতো শরীরে বয়ে গেল
কত প্রজাপতি এল মধুর সন্ধানে
সবাই ফিরে গেল; ঘাসের সেদিন মধু হয়নি কোনো।
তারপর মেঘলার ছাউনিতে একটা সাপ এলো
খোলস ছাড়ল আমার ঘাসেই একদিন
আমার ঘুমেই গর্ত করল বুকে
ভাবলাম এই বুঝি ভালোবাসা। আমি প্রেমিক, আমি স্বাধীন।
তোমার দেওয়া রূপোর আংটির মতোই
আমার শরীর জুড়ে একদিন জ্যোৎস্না এল
কাঁচের মতো গুঁড়িয়ে গেল নদীর জলে
জোনাকিদের বাড়ি সব পুড়ে গেল।
আঁচে আঁচে রাত সব জড়ো করল
লুকিয়ে রাখল...
একদিন আঁচ বাড়ল আগুনের
ফিনিক্সের মতো ঘাসে জমল অন্ধকার
সিগারেটের ধোঁয়ায় চারপাশ হাহাকার
বলল, সাপটাকে ওরা
বাঁচিয়ে রাখবে,
নিয়ে চলে গেল খাঁচায় করে,
তোমাকে মনে পরে দেখেছিলাম…
আজকেও আমি ব্যর্থ, সেদিনের ব্যর্থ বলে।
0 মন্তব্যসমূহ