ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আঁধারের গান —সুদর্শন লোধ

 এই দিন, এই রাত—থেকে যাক !

দুটি চোখ—অশালীন, পুড়ে যাক !

তবু নীল, বড় নীল
এ আঁধার অনাবিল—
নির্বাক।
আমার জানালায়
শুধু ঝড় এসে যায় ,
নেই কোনো পূর্বাভাস।
ঝড় শেষে দিয়ে যায়
একরাশ আঁধার ;
যে আঁধার বড় সবুজ
বড়ই অবুঝ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ