"Hello everyone"
আমার contact এর কেউ মেসেজটা করেনি,অন আছি যখন রিপ্লাই দি।
"Hi"
"Where are you from?"
"Krishnagar,you?"
"Wow,I'm also from!"
"কোন পাড়া?"
"শক্তিনগর,তুমি?"
"হাই স্ট্রিট"
"wow"
খানিক কথাবার্তায় বুঝলাম সিনিয়র,দাদা হয়। সমবয়সী হলে আড্ডা মারা যেত,ধুর,অন্য চ্যাট গুলো দেখতে গেলাম।
"Your name is so unique!"
নোটিফিকেশন টা এল ঐ গ্রুপ থেকেই। যাই reply দি।
"Thanks!"
"Your dp is also beautiful!"
Dp টা আমার everyone ই করা থাকে।
"Thank you!"
"Only thanks?nothing more else?"
এরকম কলেজে ভর্তি হয়ে আমাকে অনেকেই বলেছে,সুতরাং উত্তর জানা আছে আমার,
"আর কি বলব?দাদা!"
"LOL!"
এরকম চলল কিছুদিন,হঠাৎ একদিন একটা unsaved no থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এল,
"Hi!"
dp টা দেখলাম,চেনা চেনা লাগল,ও...হ্যাঁ,কলেজের প্রোগ্রামে দেখেছিলাম,গান গাইতে। আমার no পেল কোথা থেকে?
"আরে,গ্রুপে তো আমার সাথেই কথা বলো!"
" ওহ,তুমি...I'm sorry,বুঝতে পারিনি।"
"It's ok dear!"
এরপর ফেসবুকেও friend হলাম।না,দাদা টা ভালোই,friendly,গল্প করতে ভালোই লাগে।
"Hi Sweetie!"
"বলো,কি করছ?"
"তোমার কথা ভাবছি"
"ওহ তাই,তা কি ভাবছিলে?"
"You have a unique face.My mother saw your picture and said this."
"Warm thanks from me for her"
"I also think this"
" You're so good in flirting"
"যদি এটা flirt না হয়?"
"মা খেতে ডাকছে, এসে কথা বলছি"
"এখনই চলে যাবে?"
"আসছি দশ মিনিট পর"
ফোন কলটাও প্রথম একদিন ঐদিক থেকেই এল হঠাৎ,
"এখন তো আনলক,চলো একদিন meet করি"
"আমি তো টিউশন ছাড়া সেরকম বেরোই না! ভিডিও কল হোক আপাতত?"
হল,তারপর থেকে অনেক কিছুই হতে লাগল,ঘন্টার পর ঘন্টা ফোন,ভিডিও কল,চ্যাট...আমার ও যে এসব ভালো লাগত না যে তা নয়,আচ্ছা দেখি কি হয়...
আজ আমার জন্মদিন।অন্য সবার মত সেও কাল রাতে আমায় wish করেছিল,fb timeline এও wish করেছে।এখন বিকালে বন্ধুদের খাওয়াতে নিয়ে যেতে হবে,ঐ জন্যই রেডি হচ্ছিলাম,ফোন এল,নম্বরটা এখনো দাদা নামেই সেভ আছে।
"কোথায় এখন পড়াতে?"
"হুম্, তুমি?"
"রেস্টুরেন্টে যাচ্ছি,বন্ধুরা সব বলল ট্রিট দিতে"
"একবার ভিডিও টা অন করবে? প্লিজ!"
করলাম,বন্ধুরা এদিকে চলে এসেছে,বেড়োতে হবে আমায়।
"You looking too gorgeous today"
"Ok,আমায় এখন বেড়োতে হবে,এসে কথা বলছি"
"Enjoy yourself!"
"If I say that I can't enjoy without you!"
কেন কথাটা বলে ফেললাম কি জানি! যাই হোক,বন্ধুদের সাথে অনেকক্ষণ হইহুল্লোর করার পর রাতে বাড়ি ফিরে আজকের সব ছবি গুলো দেখছি,সব পোস্ট করতে হবে তো!
ফোন বেজে উঠল,এই রে,পাশে মা বাবা দুজনেই তো রয়েছে,কি করে কথা বলি!
"হ্যালো"
"কি করছ?"
"এই ছবি গুলো দেখছিলাম"
"তোমার কি কিছু বলার আছে?"
ওর পাশে মনে হয় ওর কোনো বন্ধু আছে,সে ওকে বলছে শুনলাম "এই তুই কি বলবি না বলবি না? এসব না বলে আসল কথা বল,আজকেই ভালো দিন,আজকেই বল"
"কি বলবে বল,I want to hear" কি জানি আমি যেন বুঝতে পারলাম কি হবে,তাই খুব শুনতে ইচ্ছে করল ও কি বলতে চায়।
"I mean,I want to say that...I'm fallen in love with you and I've to start love you..."
"কাল মাঠে meet করবে?"
"হ্যাঁ,অবশ্যই,তোমার আর কিছু বলার নেই?"
"I too...."
"মানে?"
"পাশে মা বাবা আছে,বাকি টুকু fb তে relationship status এ দিচ্ছি,আর বাকি শোধ টা কাল দেখা করে মিটিয়ে দেব? Ok?"
"Ok Darling!"
এক মাস হল আজ লকডাউন,আবার দু দিন আগে আমফান হয়ে গেল। লকডাউনে টাইম কাটানোর জন্য create হয়েছে অনেক গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ,লুডো গ্রুপ। এখন দেখছি আবার আমায় একটা গ্রুপে জয়েন করে দিয়েছে। ডিপার্টমেন্ট গ্রুপ,সিনিয়র,জুনিয়র সবাই আছে। আমার ব্যাচের ছাড়া কাউকেই তো চিনি না।
"Hello everyone"
আমার contact এর কেউ মেসেজটা করেনি,অন আছি যখন রিপ্লাই দি।
"Hi"
"Where are you from?"
"Krishnagar,you?"
"Wow,I'm also from!"
"কোন পাড়া?"
"শক্তিনগর,তুমি?"
"হাই স্ট্রিট"
"wow"
খানিক কথাবার্তায় বুঝলাম সিনিয়র,দাদা হয়। সমবয়সী হলে আড্ডা মারা যেত,ধুর,অন্য চ্যাট গুলো দেখতে গেলাম।
"Your name is so unique!"
নোটিফিকেশন টা এল ঐ গ্রুপ থেকেই। যাই reply দি।
"Thanks!"
"Your dp is also beautiful!"
Dp টা আমার everyone ই করা থাকে।
"Thank you!"
"Only thanks?nothing more else?"
এরকম কলেজে ভর্তি হয়ে আমাকে অনেকেই বলেছে,সুতরাং উত্তর জানা আছে আমার,
"আর কি বলব?দাদা!"
"LOL!"
এরকম চলল কিছুদিন,হঠাৎ একদিন একটা unsaved no থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এল,
"Hi!"
dp টা দেখলাম,চেনা চেনা লাগল,ও...হ্যাঁ,কলেজের প্রোগ্রামে দেখেছিলাম,গান গাইতে। আমার no পেল কোথা থেকে?
"আরে,গ্রুপে তো আমার সাথেই কথা বলো!"
" ওহ,তুমি...I'm sorry,বুঝতে পারিনি।"
"It's ok dear!"
এরপর ফেসবুকেও friend হলাম।না,দাদা টা ভালোই,friendly,গল্প করতে ভালোই লাগে।
"Hi Sweetie!"
"বলো,কি করছ?"
"তোমার কথা ভাবছি"
"ওহ তাই,তা কি ভাবছিলে?"
"You have a unique face.My mother saw your picture and said this."
"Warm thanks from me for her"
"I also think this"
" You're so good in flirting"
"যদি এটা flirt না হয়?"
"মা খেতে ডাকছে, এসে কথা বলছি"
"এখনই চলে যাবে?"
"আসছি দশ মিনিট পর"
ফোন কলটাও প্রথম একদিন ঐদিক থেকেই এল হঠাৎ,
"এখন তো আনলক,চলো একদিন meet করি"
"আমি তো টিউশন ছাড়া সেরকম বেরোই না! ভিডিও কল হোক আপাতত?"
হল,তারপর থেকে অনেক কিছুই হতে লাগল,ঘন্টার পর ঘন্টা ফোন,ভিডিও কল,চ্যাট...আমার ও যে এসব ভালো লাগত না যে তা নয়,আচ্ছা দেখি কি হয়...
আজ আমার জন্মদিন।অন্য সবার মত সেও কাল রাতে আমায় wish করেছিল,fb timeline এও wish করেছে।এখন বিকালে বন্ধুদের খাওয়াতে নিয়ে যেতে হবে,ঐ জন্যই রেডি হচ্ছিলাম,ফোন এল,নম্বরটা এখনো দাদা নামেই সেভ আছে।
"কোথায় এখন পড়াতে?"
"হুম্, তুমি?"
"রেস্টুরেন্টে যাচ্ছি,বন্ধুরা সব বলল ট্রিট দিতে"
"একবার ভিডিও টা অন করবে? প্লিজ!"
করলাম,বন্ধুরা এদিকে চলে এসেছে,বেড়োতে হবে আমায়।
"You looking too gorgeous today"
"Ok,আমায় এখন বেড়োতে হবে,এসে কথা বলছি"
"Enjoy yourself!"
"If I say that I can't enjoy without you!"
কেন কথাটা বলে ফেললাম কি জানি! যাই হোক,বন্ধুদের সাথে অনেকক্ষণ হইহুল্লোর করার পর রাতে বাড়ি ফিরে আজকের সব ছবি গুলো দেখছি,সব পোস্ট করতে হবে তো!
ফোন বেজে উঠল,এই রে,পাশে মা বাবা দুজনেই তো রয়েছে,কি করে কথা বলি!
"হ্যালো"
"কি করছ?"
"এই ছবি গুলো দেখছিলাম"
"তোমার কি কিছু বলার আছে?"
ওর পাশে মনে হয় ওর কোনো বন্ধু আছে,সে ওকে বলছে শুনলাম "এই তুই কি বলবি না বলবি না? এসব না বলে আসল কথা বল,আজকেই ভালো দিন,আজকেই বল"
"কি বলবে বল,I want to hear" কি জানি আমি যেন বুঝতে পারলাম কি হবে,তাই খুব শুনতে ইচ্ছে করল ও কি বলতে চায়।
"I mean,I want to say that...I'm fallen in love with you and I've to start love you..."
"কাল মাঠে meet করবে?"
"হ্যাঁ,অবশ্যই,তোমার আর কিছু বলার নেই?"
"I too...."
"মানে?"
"পাশে মা বাবা আছে,বাকি টুকু fb তে relationship status এ দিচ্ছি,আর বাকি শোধ টা কাল দেখা করে মিটিয়ে দেব? Ok?"
"Ok Darling!"
0 মন্তব্যসমূহ