তোমায় একটা সাগর দিতে
কবে থেকে পাহাড় সাজা,
একটা নদী মাথায় পেতেই
ভেকধারী এক মহারাজা।
একটা থেকে দুটো হলো
দুটো থেকে দুইশো নদী,
বইছে তারা দিকবিদিগে
আপনমনে নিরবধি।
একটা নদী বললো ডেকে
এসো আমার মোহনাতে-
রানীর সাজে একটি সাগর
আছে তোমার অপেক্ষাতে।
ছুটে গেলাম দেখতে সাগর
পেয়ে নদীর অভয়বাণী
সাগর সেজে দাঁড়িয়ে তুমি
মিথ্যে রাজার মিথ্যে রানী।
0 মন্তব্যসমূহ